EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /ফ্যাশন

নিশার আলোয় র‍্যাম্পজুড়ে শুধুই জাহ্নবী কাপুরের রাজত্ব

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৯ জুলাই ২০২৫

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের মঞ্চেও নিজস্ব জাদু ছড়িয়ে যাচ্ছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। প্যারিস কতুর সপ্তাহের ঝলমলে উপস্থিতির রেশ কাটতে না কাটতেই এবার ২০২৫ সালের ‘ইন্ডিয়া কতুর উইক’ এ নজর কাড়লেন তিনি, তরুণ ডিজাইনার জয়ন্তী রেড্ডির শোস্টপার হিসেবে। নয়াদিল্লীর তাজ প্যালেসে অনুষ্ঠিত ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার এই আয়োজনে ষষ্ঠ দিনের প্রতিটি ফ্রেম যেন আবদ্ধ হয়ে গেল একটিই নামের আশপাশে জাহ্নবী। ‘রিক্লেইমড অপুলেন্স’ নামের এই শো-তে তার উপস্থিতি ছিল ঠিক যেন নিঃশব্দ গর্বে মোড়া ঐশ্বর্যের প্রতিচ্ছবি। ছবি: জাহ্নবীর ইনস্টাগ্রাম থেকে

 

আরও

সর্বশেষ