বডিকন গাউনে শর্বরীর মোহময় উপস্থিতি
ক্রাইম-কমেডি ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল শর্বরী বাগের। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি, আর হাতে উঠে আসে ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। এরপর খানিকটা বিরতি নিলেও ফিরে আসেন টানা দুটি সফল সিনেমা নিয়ে। পর্দায় তার অভিনয়ের মতোই অফ-স্ক্রিন উপস্থিতিও এখন আলোচনায়। বিশেষ করে ফ্যাশন অনুরাগীদের কাছে। সোশ্যাল মিডিয়ায় তার স্টাইলিশ আর এক্সপেরিমেন্টাল লুকগুলো দেখে বোঝাই যায়, শর্বরী ধীরে ধীরে হয়ে উঠছেন নতুন প্রজন্মের ফ্যাশন আইকন। ছবি: শর্বরী’র ইনস্টাগ্রাম থেকে
১/৬
২/৬
৩/৬
৪/৬
৫/৬
৬/৬