EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /ফ্যাশন

মোহময়ী সোনালি আভায় নজরকাড়া দিশা

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৫
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় দিশা পাটানি এমনই একটি নাম, যিনি প্রতিবারই নতুন রূপে চমকে দেন ভক্তদের। নৃত্য, মডেলিং আর অভিনয় সব ক্ষেত্রেই সমান মুন্সিয়ানা দেখানো এই তারকার সাজপোশাকে থাকে সাহস, আভিজাত্য এবং আকর্ষণীয়তার অনন্য মিশ্রণ। তার সোশ্যাল মিডিয়ার প্রতিটি ফ্রেমে ফুটে ওঠে ভিন্ন ভিন্ন লুক গাউন থেকে বিকিনি, ওয়েস্টার্ন মিনিমাল থেকে এথনিক উজ্জ্বলতা সবই যেন সহজাত আত্মবিশ্বাসে ভর করে ওঠে। তবে ঝলমলে গোল্ডেন লুকে তার সাম্প্রতিক উপস্থিতি যেন আরও বেশি চমক জাগিয়েছে। ছবি: দিশার ইনস্টাগ্রাম থেকে

আরও

সর্বশেষ