EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /ফ্যাশন

ফুটওভার ব্রিজের দোকানে কি আছে আপনার জন্য?

প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার ব্যস্ত সড়ক পেরোতে যখন ফুটওভার ব্রিজে উঠবেন, তখনই চোখে পড়বে এক ভিন্ন জগত। সামান্য জায়গা জুড়ে সাজানো রঙিন পসরা কোথাও ঝুলছে ট্রাভেল ব্যাগ, কোথাও সারি সারি কসমেটিকস, আবার অন্য কোণে ছোট্ট ফ্যান বা সফট টয়। ব্রিজ পার হতে হতে মনে হবে, যেন হঠাৎই ঢুকে পড়েছেন এক মিনি শপিংমলে, যেখানে দামও সাধ্যের মধ্যে, আর পণ্যও হাতের নাগালে। তাড়াহুড়ো করা পথচারীর জন্য দরকারি জিনিস যেমন আছে, তেমনি আছে শিশুদের জন্য খেলনা আর প্রিয়জনকে খুশি করার মতো টাটকা গোলাপও। এক কথায় এই ফুটওভার ব্রিজে আপনার জন্য রয়েছে চমক আর সুবিধার এক রঙিন বাজার। ছবি: জান্নাত শ্রাবণী

আরও

সর্বশেষ