EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /ফ্যাশন

বর্ষায় তেল দিলেই হবে না, জানতে হবে কখন, কীভাবে ও কতক্ষণ

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০১ জুলাই ২০২৫

শৈশবের এক মিষ্টি স্মৃতি দাদি কিংবা নানির কোমল হাতে মাথায় তেল দেওয়া। সেই যত্ন আর ভালোবাসা মাখা মুহূর্ত অনেকেরই মনে গেঁথে আছে। তবে বর্ষার আর্দ্র দিনে যদি সেই পুরনো রুটিনে একটু অসাবধানতা ঢুকে পড়ে, চুলের স্বাস্থ্যের জন্য তা হতে পারে বড় বিপদ। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় বহুগুণ। এই অতিরিক্ত আর্দ্রতা মাথার ত্বকে বা স্ক্যাল্পে এমন এক পরিবেশ তৈরি করে, যা ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির জন্য আদর্শ। চিকিৎসকরা বলছেন, এই সময় তেল দেওয়ার পদ্ধতিতে ভুল হলে তা হতে পারে চুল পড়ার কারণ বা গুরুতর ইনফেকশনের সূত্রপাত। ছবি: এআই দিয়ে বানানো ও সোশ্যাল মিডিয়া

 

আরও

সর্বশেষ