EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /প্রকৃতি ও পরিবেশ

জলে ভেজা পথ, তবুও থেমে নেই চলা

প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৯ জুলাই ২০২৫

সকাল থেকে ঢাকার আকাশ যেন আবেগে ভেসে উঠেছে। থেমে থেমে নয়, একেবারে অঝোর ধারায় নেমে এসেছে বৃষ্টি। একদিকে বর্ষার রোমান্টিক আমেজ, অন্যদিকে নাগরিক জীবনের জটিল বাস্তবতা-এই দুইয়ের টানাপড়েনেই চলছে ঢাকাবাসী। জলাবদ্ধতা আর ভেজা রাস্তায় ধীর হয়ে পড়ল শহরের গতি। কিন্তু তাতেও থেমে নেই কর্মজীবী মানুষের ছুটে চলা। অফিসগামী মানুষ, শিক্ষার্থীরা কিংবা দিনমজুর সবাই বৃষ্টিকে সঙ্গী করে রওনা হয়েছেন নিজ নিজ গন্তব্যে। কারও হাতে ছাতা, কারও পা খালি পানিতে, তবুও জীবনের তাগিদে চলার গল্প থেমে নেই। হাতিরঝিল ও রামপুরা থেকে তোলা ছবিগুলো যেন এই ভেজা শহরের এক নীরব কাব্য। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: মাহবুব আলম

 

আরও

সর্বশেষ