যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে কাঠের নৌকা
গ্রামবাংলার নদীপথে একসময় পালতোলা কাঠের নৌকার সারি চোখ জুড়িয়ে দিত। এখন সে দৃশ্য যেন শুধুই স্মৃতি। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে নদীমাতৃক সংস্কৃতির এই অমূল্য ঐতিহ্য। একসময় নদীর বুক চিরে যাত্রা করতেন মানুষ; মাঝি গাইতেন লোকগান, যাত্রীরা মেখে নিতেন নদীর হাওয়া। সেই আবহ, সেই সম্পর্ক এখন বিলীনপ্রায়। ছবি: নাজমুল হুদা
১/৫
২/৫
৩/৫
৪/৫
৫/৫