EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /প্রকৃতি ও পরিবেশ

ছাতা মাথায় নদী পার, বর্ষায় ফিরেছে বুড়িগঙ্গার প্রাণ

প্রকাশিত: ০১:০০ পিএম, ২৯ জুলাই ২০২৫

বর্ষার এক শান্ত দুপুর। মাথার ওপরে ছাতা, পায়ের নিচে কাঁদা ঘাট, আর সামনে থইথই পানিতে ভরা বুড়িগঙ্গা। দূরে দেখা যায় নৌকার সারি; একটা পাড়ি দিচ্ছে সদরঘাট থেকে, আরেকটা ভিড়ছে মিটফোর্ড ঘাটে। আশ্চর্য হলেও সত্য, আজ এই নদীর জলে নেই সেই চেনা দুর্গন্ধ। বরং জলের গায়ে যেন বৃষ্টির ফোঁটা নেচে বেড়াচ্ছে, ঢেউয়ের সাথে ছন্দ মিলিয়ে। এই দৃশ্য দেখে মনেই হয় না, এক সময়ের জীবন্ত বুড়িগঙ্গা আজকের দিনে কেবল দূষণের প্রতীক হয়ে উঠেছিল। বর্ষা যেন তার গায়ে জল ঢেলে আবার ফিরিয়ে এনেছে পুরোনো প্রাণ। ঢাকার বুক চিরে বয়ে যাওয়া এই নদী যেন আবার বলে উঠছে, ‘আমি এখনও আছি, আমি এখনও বাঁচতে চাই।’ ছবি: মাহবুব আলম

আরও

সর্বশেষ