EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /প্রকৃতি ও পরিবেশ

ইতিহাসের ছায়ায় প্রকৃতির প্রশান্তি

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২৫

কখনো কি মনে হয়েছে, দিনের শেষে একটু নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে চান? অথবা চান শহরের কোলাহল থেকে পালিয়ে গিয়ে ইতিহাসের কোনো নিঃশব্দ সাক্ষীর পাশে কিছুক্ষণ সময় কাটাতে? এমনই এক পরম শান্তির স্থান জাতীয় স্মৃতিসৌধ। সবুজে ঘেরা সুবিশাল প্রাঙ্গণ, পাখির ডাক, ঠান্ডা বাতাস আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা দেশের স্বাধীনতার প্রতীক-এই জায়গাটি যেন একসঙ্গে ইতিহাসের গর্ব আর প্রকৃতির প্রশান্তি এনে দেয়। ঢাকার খুব কাছেই অবস্থিত এই স্মৃতিসৌধ একদিনের ভ্রমণের জন্য নিঃসন্দেহে চমৎকার একটি গন্তব্য, যেখানে সময় যেন কিছুটা ধীর হয়ে আসে, মনটা নিঃশব্দে ইতিহাসের গভীরে ডুবে যায়। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: সাজেদুর আবেদীন শান্ত

 

আরও

সর্বশেষ