শরতের কাশফুল আর আকাশ
বাংলার প্রকৃতি যেন ঋতুর ছন্দে গান গেয়ে যায়। গ্রীষ্মের রোদ, বর্ষার বৃষ্টি শেষে যখন শরৎ আসে, তখন প্রকৃতির রঙ বদলে যায়। শরতের আকাশ আর কাশফুল মিলে তৈরি করে এক অন্যরকম কবিতা, যেখানে আলো, বাতাস আর রূপের সুরেলা মেলবন্ধন ঘটে। এই ঋতুতে মাঠের পর মাঠ কাশফুলে ভরে ওঠে সাদা সাদা তুলোর মতো ফুলে, যেন প্রকৃতি তার বুকজুড়ে বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। ছবি: অধরা মাধুরী পরমা
১/৫
২/৫
৩/৫
৪/৫
৫/৫