EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /প্রকৃতি ও পরিবেশ

হঠাৎ বৃষ্টি, ক্লান্ত শহরে একফোঁটা শান্তি

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৮ অক্টোবর ২০২৫

দুপুরের রোদ তখন যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছিল রাজধানী ঢাকার আকাশে। রাস্তায় ধুলো, যানজট আর ক্লান্ত মুখের ভিড়ে শহরটা ছিল যেন প্রতিদিনের মতোই হাপিয়ে ওঠা। এমন সময় হঠাৎই আকাশে জমে উঠল কালো মেঘ, মুহূর্তেই নামল ঝুম বৃষ্টি-একদম অঘোষিত অতিথির মতো। কেউ ছাতা আনেননি, কেউ আবার অফিস বা স্কুল থেকে ফেরার পথে। কিন্তু তবুও, বৃষ্টির এমন আগমন যেন একরাশ স্বস্তি বয়ে আনল শহরের ক্লান্ত হৃদয়ে। ছবি: মাহবুব আলম

 

আরও

সর্বশেষ