EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /খেলা

মাইক টাইসন: ঘুষিতে গড়েছেন ইতিহাস, আচরণে ডেকে এনেছেন বিতর্ক

প্রকাশিত: ০২:৩২ পিএম, ৩০ জুন ২০২৫

ঘুষি ছিল তার হাতের ভাষা। প্রতিপক্ষের চোখে ভয়, গতি আর শক্তির মিশেলে তিনি হয়ে উঠেছিলেন রিংয়ের একমাত্র রাজা। মাত্র ২০ বছর বয়সেই হয়ে গিয়েছিলেন হেভিওয়েট চ্যাম্পিয়ন-যেখানে অনেকেই পৌঁছাতে পারেন না সারা জীবনেও। কিন্তু এই বিজয়ের আড়ালেই ছিল এক অসংযত, উগ্র স্বভাব; যার কারণে টাইসনের নাম যেমন উচ্চারিত হয়েছে সম্মানের সঙ্গে, তেমনি জড়িয়েছে অগণিত বিতর্কেও। কখনও ধর্ষণ মামলায় কারাগারে, কখনও প্রতিপক্ষের কান কামড়ানোয়-প্রতিভার সঙ্গে বয়ে বেড়িয়েছেন বিতর্কের দাগ। আজও তিনি বক্সিংয়ের ইতিহাসে অনন্য, তবে সেই ইতিহাস রচিত হয়েছে আলো-অন্ধকার দুই মিশিয়ে। ছবি: ফেসবুক থেকে

আরও

সর্বশেষ