টেস্ট থেকে কোচিং, সিম্পসনের চার দশকের ক্রিকেট রাজত্ব
অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক সোনালি অধ্যায়ের নাম বব সিম্পসন। ক্রিকেট মাঠে তার ব্যাটের কারিশমা, স্লিপে চৌকস ফিল্ডিং কিংবা ড্রেসিংরুমে প্রেরণাদায়ী নেতৃত্ব সব ক্ষেত্রেই তিনি ছিলেন আলাদা মাত্রার একজন কিংবদন্তি। খেলোয়াড়, অধিনায়ক, কোচ এই তিন ভূমিকায় সমান দক্ষতায় নিজেকে মেলে ধরে তিনি ক্রিকেটের সঙ্গে কাটিয়েছেন চার দশকেরও বেশি সময়। ঠিক সেই কারণেই ক্রিকেট ইতিহাস তাকে মনে রাখবে রাজত্বকারী এক মহারথী হিসেবেই। আজ এই কিংবদন্তির প্রয়াণ ক্রিকেটবিশ্বকে শোকাহত করেছে। তবে তার রেখে যাওয়া শিক্ষা, সাফল্য আর স্মৃতি আগামী প্রজন্মকে বারবার অনুপ্রাণিত করবে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
১/১১
২/১১
৩/১১
৪/১১
৫/১১
৬/১১
৭/১১
৮/১১
৯/১১
১০/১১
১১/১১