শুভ জন্মদিন গোলের রাজপুত্র সার্জিও আগুয়েরো
ছোটখাটো গড়ন, কিন্তু বিপক্ষের রক্ষণভাগে যেন বজ্রাঘাত। বল পায়ে মুহূর্তেই ছন্দ বদলে ফেলা এক দুর্দান্ত ফুটবলার সার্জিও ‘কুন’ আগুয়েরো। আর্জেন্টিনার এই দুর্ধর্ষ স্ট্রাইকার শুধু ক্লাবের জার্সিতে নয়, দেশের হয়েও উপহার দিয়েছেন বহু স্মরণীয় মুহূর্ত। আজ তার জন্মদিনে আমরা ফিরে দেখি সেই ফুটবলারের গল্প, যিনি আতলেতিকো মাদ্রিদে ঝলক দেখিয়ে পাড়ি জমিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে, আর সেখানেই গড়েছিলেন ইতিহাসের পাতায় লেখা বহু গোল, ট্রফি আর চিরস্মরণীয় মুহূর্ত। ছবি: ফেসবুক থেকে
১/৮
২/৮
৩/৮
৪/৮
৫/৮
৬/৮
৭/৮
৮/৮