ঝিংগানের পায়ের জাদুতে বদলে গেছে ভারতের ডিফেন্স
যখন ভারতের ফুটবল রক্ষণভাগ নিয়ে কেউ হতাশা প্রকাশ করত, তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটেছিল এক সাহসী, দৃঢ়চেতা তরুণ সন্দেশ ঝিংগান। বল ঠেকাতে গিয়ে শরীর ছুঁড়ে দেওয়া, প্রতিপক্ষের আক্রমণভাগের সামনে মানব-প্রাচীর হয়ে দাঁড়ানো আর গ্যালারিভর্তি দর্শকদের হৃদয় জিতে নেওয়া-এসবই যেন তার রোজকার অভ্যাস। তার পায়ের নিখুঁত ট্যাকল, মাথা উঁচু করে লড়াই করার মানসিকতা আর নেতৃত্বগুণ ভারতের ডিফেন্সকে এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। এক সময় যেখানে রক্ষণভাগ ছিল দুর্বলতার জায়গা, সেখানে আজ ঝিংগান দাঁড়িয়েছেন সাফল্যের প্রতীক হয়ে। বয়সে তরুণ হলেও অভিজ্ঞতায় পরিপূর্ণ এই ডিফেন্ডার আজ জাতীয় দলের অনন্য সম্পদ। তার পায়ের জাদুতেই যেন বদলে গেছে ভারতের ফুটবল মানচিত্রের এক বিরাট অধ্যায়। ছবি: ফেসবুক থেকে
১/৯
২/৯
৩/৯
৪/৯
৫/৯
৬/৯
৭/৯
৮/৯
৯/৯