খেলার মাঠে ফিরে এলো শৈশব, দাড়িয়াবান্ধা দেখে নস্টালজিক ফরিদপুরবাসী
কেউ হয়তো স্কুল ফাঁকি দিয়ে খেলেছেন, কেউবা বিকেলের ছায়াঘেরা মাঠে মাটিতে ধুলো গড়িয়ে ছুটেছেন ‘দাড়িয়াবান্ধা’র পেছনে। সময় বদলেছে, প্রযুক্তির দখলে বদলে গেছে শিশুদের খেলার ধরন। তবে হারিয়ে যাওয়া সেই শৈশব যেন হঠাৎ করেই ফিরে এলো ফরিদপুরের এক গ্রামের মাঠে। ছবি: এন কে বি নয়ন
১/৪
২/৪
৩/৪
৪/৪