সশস্ত্র বাহিনী দিবসে খালেদা-তারেকসহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ
সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আমন্ত্রণপত্রটি গ্রহণ করেছেন।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
কেএইচ/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, এ কন্ডিশনে বেঁচে থাকার হার খুব নগণ্য
- ২ শনাক্ত ব্যক্তি ও ঢাবি ভিপি এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে
- ৩ জামায়াত নেতাদের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ হাদির ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত: মির্জা আব্বাস
- ৫ বিএনপি নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান আমীর খসরুর