গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহ্বায়ক কমিটি গঠন
ফজলুল হক মিলন, শাহ রিয়াজুল হান্নান এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী
গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক, ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জেলার পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে তিন দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। সেগুলো হলো-
১. গাজীপুর জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক, এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটিসমূহ অনুমোদিত হবে।
২. গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।
৩. আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলাধীন সব স্তরের ইউনিটসমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করবে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওইদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। ওই কমিটিতে আহ্বায়ক হন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন। সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান হন এক নম্বর যুগ্ম আহ্বায়ক। এছাড়া চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
কেএইচ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
- ২ জামায়াতের সঙ্গে এনসিপির জোটের গুঞ্জন
- ৩ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় গতি সঞ্চার করবে
- ৪ শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
- ৫ এবি পার্টির তরুণ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন প্রিন্স