ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৬৪ জেলার নেতাকর্মীদের নিয়ে চলছে গণঅধিকারের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী চলছে পরিষদের বর্ধিত সভা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আইডিবি ভবনে সকাল ১০টা থেকে শুরু হয় এ সভা। সভায় উপস্থিত আছেন ৬৪ জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।

দেশের চলমান জাতীয় সংকট আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতিসহ চলমান পরিস্থিতি নিয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় জেলা-উপজেলা থেকে আগত নেতারা সেখানকার রাজনৈতিক পরিস্থিতি ও দলক আগানোর বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এর আগে নানা প্রতিকূলতার কারণে আমরা এ ধরনের সভা আয়োজন করতে পারিনি। এ সভায় আগত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এসময় তিনি নির্বাচন ও সংগঠনকে এগিয়ে নেওয়ার বিষয়ে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এএএম/বিএ/এএসএম