মিন্টু ও নাসিরকে গ্রেফতার না করার নির্দেশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেফতার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম.এ. হাফিজ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে রোববার সকালে হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন প্রার্থনা করেন মিন্টু ও মীর নাসির। বকশীবাজারে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলায় আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় মীর নাসিরের বিরুদ্ধে এই মামলা ২টি করা হয়েছিল।
মিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। মীর নাসিরের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।