১২ এপ্রিল চার বিভাগে কনসার্ট করবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন
১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল চার বিভাগে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মাদ সাজ্জাত আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।
এর আগে ডিএমপি কমিশনারের বাসায় গিয়ে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতা কনসার্ট আয়োজক কমিটির প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করেন।
সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রতিনিধি দলে ছিলেন।
ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেন, ১১ এপ্রিলের পরিবর্তে ১২ তারিখ চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে সবার আগে বাংলাদেশের স্বাধীনতা কনসার্ট; গাজায় গণহত্যার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী নানা সংগঠনের প্রতিবাদ কর্মসূচি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেএইচ/এমআরএম/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
- ২ জামায়াতের সঙ্গে এনসিপির জোটের গুঞ্জন
- ৩ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় গতি সঞ্চার করবে
- ৪ শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
- ৫ এবি পার্টির তরুণ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন প্রিন্স