এটিএম আজহারের মুক্তি দাবি শিবির সভাপতির
ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম/ফাইল ছবি
জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
জাহিদুল ইসলাম লিখেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, আমাদের প্রিয় রাহাবার এটিএম আজহারুল ইসলাম ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
তিনি বলেন, ‘এই মাজলুম ব্যক্তিত্বের ওপর ফ্যাসিস্ট হাসিনা যে নির্মম নির্যাতন চালিয়েছে, তা ৩৬ জুলাই পরবর্তী সময়ে কোনোভাবেই চলতে পারে না। হাইকোর্ট দেখানোর রাজনীতি কি শুধু এমন মাজলুমদের জন্যই চলে?’
শিবির সভাপতি আরও বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করবো এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো অন্যায় ও জুলুম মেনে নিতে পারি না। আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। মাইন্ড ইট।
এএএম/ইএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ আজ জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
- ২ প্রত্যাবর্তন কর্মসূচিতে সহযোগীদের ধন্যবাদ দিলেন তারেক রহমান
- ৩ খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে মসজিদে বিশেষ দোয়া
- ৪ ৮ মাস পর মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান
- ৫ অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ