ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

গিয়াস কাদের ও আকবর খোন্দকারকে বিএনপির শোকজ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে এ শোকজ পাঠানো হয় বলে দলীয় দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

২০২৩ সালের নভেম্বরেও গিয়াস কাদের চৌধুরীকে শোকজ করা হয়েছিল। তখন তিনি জবাব দিলেও কেন্দ্র সন্তুষ্ট হয়নি। বরং তাকে সতর্ক করে দেয় কেন্দ্রীয় নেতৃত্ব।

চট্টগ্রামের রাজনীতিতে এ দুজনের প্রকাশ্য দ্বন্দ্ব বেশ পুরোনো। উত্তর জেলার বিএনপিতে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই গিয়াস কাদের ও গোলাম আকবর আলাদা মেরুতে অবস্থান করছেন।

কেএইচ/বিএ/জিকেএস