বিচার ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না: তাসনিম জারা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করছে এনসিপি, ইনসেটে ডা. তাসনিম জারা
বিচার নিশ্চিত ছাড়া আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
তিনি বলেন, আওয়ামী লীগের বিচার করতে হবে। গুম খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ এবং অন্য অঙ্গ সংগঠনগুলো- যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। বিচার নিশ্চিত ছাড়া আওয়ামী লীগের এই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ হবে না। বাংলাদেশের মানুষ এটা নিশ্চিত করবে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২ মার্চ) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
- আরও পড়ুন
- খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা
- আমরা কোনো প্রেসে তালা দেইনি, সাংবাদিককে চাকরিচ্যুতও করিনি
ডা. তাসনিম জারা বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে, যে দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে। সন্তান জানে না পিতা মারা গেছে নাকি রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, নাকি কোথায় আছে। জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে খুন করেছে। রক্তের দাগ এখনো শুকায়নি।
তিনি বলেন, আমাদের অনেক ভাই এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। বিচারের খবর নেই। সেই দল (আওয়ামী লীগ) নাকি নির্বাচন করবে। বাংলাদেশের মানুষকে আর কত নিষ্পেষণ করলে একটি দলের নিবন্ধন বাতিল করা হবে।
এনএস/কেএসআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ, সোমবার জরুরি সংবাদ সম্মেলন
- ২ আমরা ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির
- ৩ সোনার বাংলাদেশ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ চাই: মামুনুল হক
- ৪ বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করলো বাংলাদেশ লেবার পার্টি
- ৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান