ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

শাপলা গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের মানবপ্রাচীর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৮ পিএম, ০৩ মে ২০২৫

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে সংঘটিত বর্বরোচিত গণহত্যার বিচারের দাবিতে সোমবার (৫ মে) সারাদেশের সব বিভাগীয় শহরে মানবপ্রাচীর কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রশিবির দেশবাসী ও মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চায়, যাতে ২০১৩ সালের ৫ মে রাতে সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রশিবির মনে করে, এই হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় নিষ্ঠুরতার এক জঘন্য দৃষ্টান্ত, যা এখনও বিচারহীনতার গ্লানিময় নজির হয়ে আছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, শহীদদের স্মরণ এবং জাতিকে সচেতন করতেই এই মানবপ্রাচীর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

৫ মে স্থানীয় শাখা অনুযায়ী নির্ধারিত সময়ে সব বিভাগীয় শহরে এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

এএএম/এএমএ