দেশের পরিবেশ কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ফাইল ছবি
বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ অবস্থা এখনো অব্যাহত আছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়।
- আরও পড়ুন
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম
আ’লীগের পাতানো নির্বাচনে অংশগ্রহণকারীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে
বার্তায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ জানিয়ে তিনি বলেন, সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াককুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। আশা করি সবাই বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন।
এসময় নেতাকর্মীদের জন্য দোয়া করে ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হোন।
এএএম/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার