খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় অলি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কর্নেল (অব.) অলি আহমদ/অলি আহমদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
রোববার (১৮ মে) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ।
দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে।
কেএইচ/ইএ/জিকেএস