ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৪ মে ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

শনিবার (২৪ মে) রাত ৮ টার পরে এনসিপি নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

রাত সাড়ে ৮টায় এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হওয়ার কথা ছিল।

এর আগে একই স্থানে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা।বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্থায়ী কমিটির আরও তিন সদস্য ছিলেন। তারা হলেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বিএনপির সঙ্গে আলোচনার পর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এনএস/জেএইচ/জেআইএম