সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না: জিএম কাদের
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। মঙ্গলবার (২৭ মে) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
জাপা চেয়ারম্যান বলেন, যে সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের কি ক্ষমতা আঁকড়ে থাকার অধিকার থাকে? জানমাল ও ইজ্জতের নিরাপত্তা সাধারণভাবে প্রতিটি নাগরিকের প্রাথমিক চাহিদা সরকারের কাছে।
তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় আজ সকাল ১০টায় মিরপুরে জাতীয় সুইমিংপুল কমপ্লেক্স এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। একদিন আগে বাড্ডায় গুদারাঘাট এলাকার ৪ নম্বর গলিতে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে।
শুধু অলিগলি নয়, মেইন সড়কেও এখন প্রকাশ্যে ছিনতাই হচ্ছে উল্লেখ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, সন্ত্রাসীদের দৌরাত্মে জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ঘর থেকে বের হলে ঘরে ফেরার স্বাভাবিক নিশ্চয়তা নেই। বর্তমান সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। সরকার এসব বিষয়ে বার বার আশ্বাস দিলেও বাস্তবতা ভিন্ন।
জেডএইচ/
সর্বশেষ - রাজনীতি
- ১ আমরা ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির
- ২ সোনার বাংলাদেশ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ চাই: মামুনুল হক
- ৩ বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করলো বাংলাদেশ লেবার পার্টি
- ৪ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান
- ৫ ইসলামি শক্তিকে কেউ স্তব্ধ করতে পারবে না: এ টি এম আজহার