ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মাওলানা মাদানী

ইসলামী শক্তিকে বিজয়ী করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২০ পিএম, ২০ জুন ২০২৫

দেশের শাসকগোষ্ঠী স্বাধীনতার পর থেকে বারবার জনগণের সম্পদ লুট করেছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘দুর্নীতিবাজ ও লুটেরাদের দিয়ে কখনই জনগণের মুক্তি সম্ভব নয়। ইসলামী শক্তিকেই বিজয়ী করে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করতে হবে।’

শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় রাজধানীর ধোলাইপারে একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাওলানা মাদানী বলেন, ‘বিশেষ করে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় খুন, গুম, দুঃশাসন ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এ বুর্জোয়া রাজনীতি দেশের মানুষের ভাগ্য বদলাতে ব্যর্থ হয়েছে। তাই দুর্নীতিবাজদের প্রতিহত করে ইসলামপন্থিদের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই।’

নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পক্ষে মতদিয়ে তিনি বলেন, ‘বর্তমান ব্যবস্থায় নির্বাচন হলে শাসকগোষ্ঠীর স্বৈরাচার আবারও ফিরে আসবে। আমরা বহুদিন ধরেই সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার পক্ষে কথা বলছি। নির্বাচন কমিশনের চলমান সংলাপেও আমরা জোরালোভাবে এ দাবি তুলে ধরেছি। আগামী সংসদ নির্বাচনে যেন পূর্ণাঙ্গভাবে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা হয়—এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট উদ্যোগ প্রয়োজন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার সভাপতি বেলাল হোসেন আরিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক এবং থানা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম।

এএএম/এমএএইচ/এএসএম