খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
শুক্রবার (২০ জুন) রাতে সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির খান বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রদূত ও তার স্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং বাংলাদেশে তাদের কূটনৈতিক মিশনের অভিজ্ঞতা বিনিময় করেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে
- ২ ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ
- ৩ ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী সরানোর নির্দেশ জামায়াতের
- ৪ ভোটের নামে প্রতারণাকারীদের প্রশ্রয় দেওয়া যাবে না: সরওয়ার আলমগীর
- ৫ বিএনপির সঙ্গে যুগপৎ নেতাদের বৈঠক শনিবার, আশাবাদী মিত্ররা