ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মিন্টুর আগাম জামিন

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুকে সংসদ সদস্য ছবি বিশ্বাস হত্যাচেষ্টা মামলায় তিন সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মো. বদিউজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। মিন্টুর পক্ষে আইনজীবী ছিলেন জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

পৃথক দুটি দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষ, সংসদ সদস্য ছবি বিশ্বাসের উপর হামলা ও তার গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। ছবি বিশ্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় মিন্টুসহ ২৩ জনের নাম উল্লেখ এবং আরো অধশতাধিক অজ্ঞাতকে আসামি করা হয়।