কারা হেফাজতে মিলনের মৃত্যু
পিতৃহীন সুরাইয়া এসএসসি পাস করায় তারেক রহমানের শুভেচ্ছা
সুরাইয়াকে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন নেতাকর্মীরা
২০১৮ সালে কারা হেফাজতে মৃত্যুর শিকার ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিলনের বড় মেয়ে জান্নাতুল সুরাইয়া মাহী চলতি বছর এসএসসি পরীক্ষায় পাস করেছেন। তার এই সফলতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের উদ্যোগে একটি প্রতিনিধিদল জান্নাতুল সুরাইয়া মাহীর গাজীপুরের টঙ্গীর বাড়িতে তারেক রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেয়।
প্রতিনিধিদলটি জান্নাতুল সুরাইয়া মাহীকে তারেক রহমানের পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন করেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কেএইচ/ইএ