ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ডা. জাহিদ হোসেন

গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য, পিআর পদ্ধতির জন্য নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৮ জুলাই ২০২৫

গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য, পিআর পদ্ধতি এবং স্থানীয় নির্বাচনের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, কথায় কথায় পিআর বলবেন, স্থানীয় সরকার নির্বাচন বলবেন, কিন্তু গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না। পিআর পদ্ধতি বাংলাদেশের ৫৪ বছর কেন, ১৫৪ বছরেও প্র্যাকটিস হয়নি।

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সেই লড়াইয়ে রাজনীতিবিদ ছিলেন, পেশাজীবীরাও ছিলেন। এই অবস্থায় আমরা যখন দেখতে পাই, রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য দেখা দেয়- তখন আমরা হতাশাগ্রস্ত হই এবং সাবধান করে দেই। আমরা রাজনীতিবিদদের বলি আপনারা ঐক্য বিনষ্ট করবেন না। ঐক্য বিনষ্ট হলে কী হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছে। তারপরও মব হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কঠোর হাতে দমন করা হবে। কিন্তু কিছুই করা হচ্ছে না।

গোপালগঞ্জের ঘটনা উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার ব্যর্থ হয়েছে। গতকাল তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো, সেখানে তো কিছু হলো না। দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে কিছু হলো না। শুধু গোপালগঞ্জে কেন হচ্ছে? স্বৈরাচারের দোসরদের ওপর দোষ চাপাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ভেতরে যারা আজ গণতন্ত্র নস্যাৎ করতে চায়, সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আমাদের দায়িত্ব।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান প্রমুখ।

কেএইচ/কেএসআর/জিকেএস