ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৯ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যাবেন।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জামায়াতের আমির মঞ্চে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে তার খোঁজখবর নিতে যাবেন।

কেএইচ/কেএসআর/জেআইএম