ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সাইফুল হক

প্রধানমন্ত্রীর একই সঙ্গে দলীয় প্রধান থাকা উচিত বলে মনে করি না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২১ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রী এবং সংসদীয় নেতার একই সঙ্গে দলীয় প্রধান পদে থাকা উচিত নয় বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় নেতা হতে পারেন, এতে তার জবাবদিহির জায়গা তৈরি হয়। কিন্তু তার একই সঙ্গে দলীয় প্রধান থাকা উচিত নয়।

সোমবার (২১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৬তম দিনের বৈঠক হয়। বৈঠকের বিরতিতে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রী লিডার অব দ্য হাউজে যখন থাকছেন, একই সঙ্গে আমরা মনে করি আবার দলীয় প্রধান হিসেবে তার থাকাটা উচিত নয়। আন্তর্জাতিক অনেক অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা এবং দলীয় প্রধান- এ তিনটা পদ ব্যক্তির কাছে কেন্দ্রীভূত থাকার কারণে অনেক সময় সরকার থেকে দলকে আলাদা করা যায় না। ক্ষমতার যে কেন্দ্রীয়করণ, অগণতান্ত্রিকভাবে স্বেচ্ছাচারিতা চালানোর একটা সুযোগ, সেটি তৈরি হয়েছে অতীতে। সেখানে এবারের সংস্কারের গুরুত্বপূর্ণ জায়গায় যত বেশি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারবো, যত বেশি দায়িত্বগুলো আমরা ভাগ করতে পারবো- তত বেশি জবাবদিহির জায়গা বাড়ে। তাহলে এককেন্দ্রিক যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সেটি এড়িয়ে যাওয়া সম্ভব। এটি নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় তিনি ঐকমত্য কমিশন এ ব্যাপারে উপযুক্ত সিদ্ধান্ত নেবে বলে আশাপ্রকাশ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শুরু হয়। ১৬তম দিনে বৈঠকের আলোচ্য বিষয় ছিল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

এমএইচএ/কেএসআর/জিকেএস