ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা
ছোট ছোট মিছিল নিয়ে ছাত্রদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা/ছবি হাসান আলী
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ সফল করতে এরই মধ্যেই শাহবাগে জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শাহবাগ এলাকায় সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়।
দেখা যায়, সমাবেশ উপলক্ষে সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা তাদের গাড়িগুলো দূরে রেখে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশের দিকে হেঁটে আসছেন। কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ সফলের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা বিভিন্ন দিক ছোটাছুটি করছেন এবং নেতারা দিকনির্দেশনা দিচ্ছেন।

আরও পড়ুন
নড়াইল থেকে এসেছেন তাওহিদুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে আজ এখানে এসেছি। জুলাইয়ের রক্তের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, তাকে পূর্ণতা দিতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা দিতে আমরা এখানে এসেছি।
এদিকে বিকেল ৩টা থেকে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
এমএইচএ/বিএ/এমএস