রাস্তায় বসেই দুপুরের খাবার খাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা
সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তায় বসেই দুপুরের খাবার খাচ্ছেন
প্রচণ্ড গরমে রাস্তায় বসেই দুপুরের খাবার খাচ্ছেন সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শাহবাগের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় বসেই নেতাকর্মীরা দলের সরবরাহ করা দুপুরের খাবার খাচ্ছেন। নিজ ইউনিটের নেতারা তাদের কর্মীদের জন্যে খাবার সরবরাহ করছেন।
এছাড়াও, প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘযাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’ এমন সব স্লোগান দিচ্ছেন তারা।
বিকেল ৩টা থেকে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
এমএইচএ/এএমএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার