ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সমস্যা সমাধানের রাজনীতি করবো আমরা: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৩ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, আমাদের রাজনীতি হলো সমস্যা সমাধানের রাজনীতি। আমরা দেশব্যাপী ঘুরে মানুষের সব সমস্যা শুনেছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা সমস্যা সমাধানের রাজনীতি করবো।

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

তাসনিম জারা বলেন, আমরা এমন রাজনীতি করবো যাতে দেশের প্রত্যেক মানুষ যেন স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। সব দল-মতের মানুষ রাজনীতি করতে পারে সেই ব্যবস্থা করবো। এমন রাজনীতি করবো, যাতে প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারেন। যাতে সব নাগরিকের অধিকার থাকবে।

তিনি বলেন, আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবো, যাতে দেশের সব নাগরিকের স্বাস্থ্যের তথ্য ডাটাবেজে থাকবে। এতে অপ্রয়োজনীয় টেস্ট করা ও ভুল চিকিৎসা দেওয়া বন্ধ হবে। আমরা প্রাথমিক চিকিৎসাকে শক্তিশালী করব। যাতে মানুষ প্রতিটি এলাকায় মানসম্মত চিকিৎসা পায়।

এনসিপির এই নেতা বলেন, আমরা অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করতে বিভিন্ন জেলায় যেমন, হৃদরোগ, ট্রমাসহ বিশেষায়িত কেন্দ্র স্থাপন করবো। চিকিৎসার অভাবে যেন অহেতুক কেউ মারা না যায় সেই ব্যবস্থা আমরা করবো।

আমরা অর্থনীতিকে কল্যাণমুখী করবো। যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। আমরা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান তৈরি করব।-যোগ করেন তাসনিম জারা।

আরএএস/এমআইএইচএস/জিকেএস