জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে
জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে জামায়াত ইসলামির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বুধবার (৬ আগস্ট) জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে গতকাল ৫ আগস্ট রাতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক রয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত আজ দুপুরে জানানো হবে।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। এরপর এদিন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাত ৮টা ২০ মিনিটে তিনি ভাষণ দেন।
আরএএস/এমআরএম/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার