ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

প্রাদেশিক সরকার চায় এরশাদ

প্রকাশিত: ১২:১২ পিএম, ০১ জানুয়ারি ২০১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কয়েকটি প্রস্তাব তুরে ধরে বলেন, আমরা প্রাদেশিক সরকার চাই। প্রাদেশিক সরকার চালু হলে হরতাল বন্ধ হবে। মারামারি কাটাকাটি বন্ধ হবে। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। ভোট ডাকাতি বন্ধ করতে হবে। এছাড়া নির্বাচন কমিশন ও বিচারকের স্বাধীনতা দিতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এসব প্রস্তাব করেন।

এরশাদ আরও বলেন, আমরা টিকে আছি, টিকে থাকবো। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য টিকে থাকবো। সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে জাতীয় পার্টি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ইতিহাস অত্যন্ত কঠিন। ইতিহসারের বিচার কঠিন বিচার। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস আপনাকে ক্ষমা করেনি। করবেও না কখনো। দেশকে ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। সেই দুর্নীতির চ্যাম্পিয়নরা আবার ক্ষমতায় আসতে চায়। লজ্জাও করে না।
 
তিনি বলেন, আমাকে জেলে রেখেছেন। ছেলের সঙ্গে দুই বছর দেখা হয়নি। আপনি কবে ছেলের দেখা পাবেন আল্লাই জানে।
 
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, আমি জেলে থাকা অবস্থায় আওয়ামী লীগকে সমর্থন করেছিলাম। কি পেলাম? কোথাও সুবিচার পাইনি। আমিতো কোনো অন্যায় করিনি। আমার কোনো পুলিশ লাগে না, গানম্যান লাগে না। কারণ আমি জানি, আমি দেশের মানুষের কোনো ক্ষতি করিনি।
 
আওয়ামী লীগের সমালোচনা করেন এরশাদ বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হলো। এ সরকার ক্ষমতায় আসলো। আমরা প্রধান বিরোধীদল হিসেবে সংসদে গেলাম। আমি বলেছিলাম ঘরে থাকলে গুম আর বাইরে থাকলে খুন। এখন তাই হলো। নরায়ণগঞ্জে ৭ জন গুমের পর খুন হলো। আগামী প্রজন্মের হাতে এখন অস্ত্র। তাদের হাতে অস্ত্র কেন, তাদের হাতে তো বই থাকবে।
 
সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েএরশাদ বলেন, আসুন আমরা একসঙ্গে বসি। আলোচনার মাধ্যমে সব সমাধান করি।

এর আগে মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা।