চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ঝটিকা মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা/ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর তিনপুলের মাথা এলাকায় মিছিল করেন তারা।
জানা গেছে, ভোরে চট্টগ্রাম নগরীর গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে শুরু হয়ে একটি মিছিল জুবিলি রোডের দিকে এগিয়ে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিলে নেতৃত্ব দেন।
পরে মিছিলের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জাগো নিউজকে বলেন, সকালে তিনপুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেফতারে পুলিশ মাঠে আছে।
এমআরএএইচ/ইএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ যারা এখন বড় বড় কথা বলছে, তারা কোনোদিন ঢাকায় একটি আসনও পায়নি: সালাম
- ২ যারা শঙ্কা ও আতঙ্ক সৃষ্টি করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে
- ৩ আওয়ামী লীগের মতোই বিএনপি এখন হত্যার পথ বেছে নিয়েছে: আবদুল হালিম
- ৪ রাজনীতি করবো চাঁদাবাজিও করবো, কিন্তু চাঁদাবাজ বলবেন না—এটা কোনো কথা!
- ৫ বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: এহসানুল মাহবুব