খালেদার কার্যালয়ের সামনে র্যাব মোতায়েন
নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার লক্ষ্যে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে নতুন করে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব ) মোতায়ন করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে র্যাব মোতায়েন করা হয়। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে র্যাবের পাঁচটি গাড়ি অবস্থান করতে দেখা গেছে। দিনভর খালেদা জিয়ার গুলশানের এই কার্যালয়ে লোকজনের প্রবেশে বিধিনিষেধ আরোপ করার পর গভীর রাতে র্যাব মোতায়েন করা হলো।
সোমবারের নির্ধারিত সমাবেশ করার ব্যাপারে খালেদা জিয়ার অনড় থাকার বিষয়টি পরিষ্কার হবার পর র্যাব মোতায়েন করা হয়। রাতে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্ধারিত সমাবেশ হবেই। অবরুদ্ধ থাকার পরও আমি ওই সমাবেশে যোগদানের চেষ্টা করবো।
শনিবার রাত থেকেই খালেদা জিয়ার গুলশানের কার্যালয়কে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলে। রোববার তার সাথে পেশাজীবী সংগঠনের নেতারা সাক্ষাৎ করেছেন। তবে বিএনপির সিনিয়র কোন নেতাকে গুলশান কার্যালয়ে আসতে দেখা যায়নি।