ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যু

গুলশান কার্যালয়ে শোক বই, রাষ্ট্রদূতদের শোক প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।

তিনি জানান, এরই মধ্যেই দুপুর ২টা ৫৫ মিনিটে শোক বইয়ে প্রথম সই করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জানা গেছে, এরপর পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত জোরিস ফ্রানসিসকাস জেরারডুস ভ্যান বোমেল এবং ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি শোক প্রকাশ ও সই করেন।

বিএনপি সূত্র জানায়, রাষ্ট্রদূতরা যথাযথ মর্যাদার সঙ্গে শোক প্রকাশ করেছেন এবং বেগম খালেদা জিয়ার অবদানকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন।

কেএইচ/বিএ