মধ্যবর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি: রওশন
দেশে এখনই মধ্যবর্তী নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে জনগণ চায় কিনা সেটি আলাপ আলোচনা করে দেখতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। সোমবার সংসদ সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, খুব শিগগিরই মন্ত্রীসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হবে।
এব্যাপারে দলীয় আলোচনা শেষে রওশন এরশাদ স্বীকার করেছেন, দেশে এখন অস্থিতিশীল হয়ে ওঠেছে। রাজনৈতিক স্থিতিশীলতা নেই। তবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিরোধী দল কোন ভূমিকা নেবে কিনা প্রশ্নে তিনি বলেন, আলাপ আলোচনার কোন বিকল্প নেই। আলোচনার আহ্বান জানানো হবে। তবে সেটি মধ্যবর্তী নির্বাচন নিয়ে নয়। রাজনৈতিক শান্তির জন্য।
বিএনপি চেয়ারপার্সন অবরুদ্ধ, এ বিষয়ে দৃষ্ট আকর্ষন করা হলে রওশন বলেন, আমরা জেনেছি, নিরাপত্তার স্বার্থে সেটি হলে ঠিক আছে। তবে গণতন্ত্রের স্বার্থে হলে ঠিক নেই। তবে ইট, বালির ট্রাক দিয়ে নিরাপত্তা কেন এবিষয়ে জানতে চাইলে রওশন বলেন, সেটি আইন শৃংখলা বাহিনীর সদস্যরাই ভালো বলতে পারবেন।
বিরোধি দল সরকারের গঠনমূলক সমালোচনা করছে দাবি করে রওশন এরশাদ বলেন, আমরা ফাইল ছুড়ে এবং অন্য রকম ভাষা ব্যবহার করে বিরোধি দলের ভূমিকা পালন করতে চাই না।
বিএনপির কর্মসূচিতে মানুষের আস্থা নেই বলেও জানান তিনি। তার মতে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে পারছে না। কিন্তু মানুষ জাতীয় পার্টির সঙ্গে আছে। জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থাও আছে।
ভুলে যান কে বিরোধী দল: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নিজেই ভুলে যান তার পরিচয়। সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে, তিনি কয়েক বার বিএনপিকে বিরোধি দল হিসেবে উল্লেখ করে। তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে জনগণ নেই। বিরোধি দল মানুষের আস্থা তৈরি করতে পারেনি।