মির্জা আব্বাসের মিছিলে পুলিশের গুলি, আহত ১২
রাজধানীর শাহজাহানপুর আল বারাকা হাসপাতালের সামনে বিএনপির মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন, কমিশনার হারুন, সেলিম, লিটন, রানা, রাজু ও আলমগীর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ এতে গুলি চালায়। এসময় পুলিশ মিছিল থেকে দুইজনকে আটক করেছে।