ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

এরশাদ উল্লাহ’র স্বাস্থ্যের খোঁজ নিলেন জামায়াতের ডা. নাছের

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আবু নাছের।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এরশাদ উল্লাহ’র চট্টগ্রামের পাঁচলাইশস্থ বাসভবনে যান ডা. মো. আবু নাছের।

তিনি এরশাদ উল্লাহ’র শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় দুই নেতা কুশলবিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।

ডা. মো. আবু নাছের বলেন, বড় একটি দুর্ঘটনার পর এরশাদ উল্লাহ আবারও সুস্থভাবে রাজনৈতিক মাঠে ফিরে এসেছেন, যা আমাদের আশান্বিত করেছে। রাজনৈতিক ময়দানে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও সর্বস্তরের জনগণকে একটি মেসেজ দিতে চাই, এই প্রতিযোগিতা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। এটি যেন কোনোভাবেই প্রতিহিংসায় রূপ না নেয় তা আমাদের লক্ষ্য রাখতে হবে।

ডা. আবু নাছেরের আগমনকে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ উল্লেখ করে এরশাদ উল্লাহ বলেন, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করায় আমি কৃতজ্ঞ। আমি মনে করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর দেশকে প্রাধান্য দিতে গেলে আমাদের একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। আমাদের একে অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা থাকতে হবে। আমাদের নতুন প্রজন্ম কোনো অবস্থায়ই যেন হিংসা-বিদ্বেষ-হানাহানিতে যেন না জড়ায় তা লক্ষ্য রাখতে হবে।

এমআরএএইচ/ইএ/এএসএম