বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে নাজিমুদ্দিন আলম
নাজিমুদ্দিন আলম/ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম।
শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী নাজিমুদ্দিনকে এ দায়িত্ব দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নাজিমুদ্দিন কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন- এমন প্রত্যাশা দলীয় নেতৃত্বের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে দলের মনোনয়ন থেকে বঞ্চিত হন নাজিমুদ্দিন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে তিনি সাংগঠনিকভাবেও গুরুত্বপূর্ণ পদে না থাকায় কিছুটা আড়ালে ছিলেন।
নতুন নিয়োগের খবরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে নাজিমুদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
কেএইচ/একিউএফ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ চেয়ারম্যান নির্বাচিত: তারেক রহমানকে বিএনপি নেতাকর্মীদের অভিনন্দন
- ২ নির্বাচনে সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই
- ৩ আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
- ৪ খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন
- ৫ নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত