দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক সাজু বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এস এ সিদ্দিক সাজুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দলটি।
কেএইচ/এমকেআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ দু-একদিনের মধ্যেই ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে
- ২ নারী নেতৃত্বের সংকটের মূল কারণ পরিবারতান্ত্রিক সিলসিলা
- ৩ ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর
- ৪ দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক সাজু বহিষ্কার
- ৫ আমাদের গুরুত্বপূর্ণ অনেক প্রার্থী বাদ পড়ছে, অভিযোগ খেলাফত মজলিসের