ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

চাঁনখারপুলে ঢাবি ছাত্রদলের মিছিল

প্রকাশিত: ০৭:৩০ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

অবরোধের সমর্থনে রাজধানীর চাঁনপুল এলাকায় মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। বুধবার বেলা সাড়ে ১২ টায় তারা মিছিলটি বের করে।

ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদারের নেতৃত্বে মিছিলে প্রায় ৩০ জন কর্মী অংশ নেয়। মিছিলে অংশ নেওয়া মুজাহিদ জাগোনিউজকে জানান, অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে পুরান ঢাকার ধোলাইখালে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের ক্ষুব্ধ নেতারা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে।